উলিপুরে মিশ্র ফল
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১৩ ইউনিয়নের চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা দুটিতে, বিএনপি চারটিতে, জাতীয় পার্টি তিনটিতে, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা তিনটিতে এবং স্বতন্ত্র প্রার্থী একটি ইউনিয়নে জয়লাভ করেছেন।
বিজয়ীরা হলেন বুড়াবুড়ি ইউনিয়নে আওয়ামী লীগের একরামুল হক, বজরা ইউনিয়নে আওয়ামী লীগের রেজাউল করিম আজিম, ধরনীবাড়ি ইউনিয়নে বিএনপির আমিনুল ইসলাম ফুলু, পাণ্ডুল ইউনিয়নে বিএনপির আব্দুল জব্বার মঙ্গা, গুনাইগাছ ইউনিয়নে বিএনপির আবুল কালাম আজাদ, দুর্গাপুর ইউনিয়নে বিএনপির আবেদ আলী।
অপরদিকে দলদলিয়া ইউনিয়নে জাতীয় পার্টির আতিয়ার রহমান মুন্সী, থেতরাই ইউনিয়নে জাতীয় পার্টির আইয়ুব আলী সরকার, হাতিয়া ইউনিয়নে জাতীয় পার্টির বি এম আবুল হোসেন, তবকপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী ওয়াদুদ হোসেন মুকুল, সাহেবের আলগা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী সিদ্দিক মণ্ডল, ধামশ্রেণী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী রাখিবুল হাসান সরদার ও বেগমগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন বিজয়ী হয়েছেন।