শরীয়তপুরে আ. লীগ ১২, বিদ্রোহী ৫

পঞ্চম ধাপের নির্বাচনে শরীয়তপুরের দুটি উপজেলায় শনিবার শান্তিপূর্ণ পরিবেশে ১৭টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১১টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ এবং পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
আজ শনিবার দিনভর ভোট শেষে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা।
এর মধ্যে নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নে আওয়ামী লীগের শাহ আলম চৌকিদার, রাজনগর ইউনিয়নের আওয়ামী লীগের মো. জাকির গাজী, ঘড়িষার ইউনিয়নে আওয়ামী লীগের আবদুল রব খান, চরআত্রা ইউনিয়নে আওয়ামী লীগের সেলিনা জামান মুন্সী, নোয়াপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী সোহেল মুন্সি, বিঝারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুর রাজ্জাক হাওলাদার, ফতেজঙ্গপুর ইউনিয়নে আওয়ামী লীগের আলী হোসেন খন্দকার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী ইসমাইল হোসেন খান, পূর্ব নাওডোবা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী লাল চান মাদবর, পালের চর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী মো. মতিউর রহমান বেপারী, সেনেরচর ইউনিয়নে আওয়ামী লীগের ইসমাইল হোসেন মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে মো. নুরুল হক বেপারী, ডিঙ্গামানিক ইউনিয়নের আলহাজ মো. আনোয়ার হোসেন খান, ভুমখাড়া ইউনিয়নে মো. শাহজাহান দালাল, জপসা ইউনিয়নে মো. শওকত বয়াতি, চামটা ইউনিয়নে মো. গিয়াস উদ্দিন রাঢ়ি এবং জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের হাজী আবু তাহের সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এঁরা সবাই আওয়ামী লীগের প্রার্থী।