বিরলে ৮ প্রার্থীকে অর্থদণ্ড

দিনাজপুরের বিরল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আট প্রার্থীকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদ হাসান আজ মঙ্গলাবার এ জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহমুদ হাসান জানান, মঙ্গলবার আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলার ভাণ্ডারা ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামনুর রশিদ মামুনকে তিন হাজার টাকা, বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেনকে তিন হাজার, রাণীপুকুর ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক আজমকে পাঁচ হাজার জরিমানা করে আদায় করা হয়েছে।
এ ছাড়া ভাণ্ডারা ও রাণীপুকুর ইউপির চার সাধারণ সদস্য পদপ্রার্থীকে দুই হাজার টাকা করে মোট আট হাজার টাকা এবং একজন সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এদিন মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, বিজয়সূচিত (ভি চিহ্ন) সংবলিত ছবিসহ পোস্টার ছাপানো, মোটরসাইকেল শোডাউন, মিছিল, দেয়ালে পোস্টার সাঁটানোসহ নানাভাবে এসব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন।