ট্রাক-মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, চালকের মৃত্যু

দিনাজপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়াঘাট উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
মাইক্রোবাস চালকের নাম আবু রায়হান (২৫)। তিনি ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম ইসমাইল হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন জানান, মাইক্রোবাসটি সংযোগ সড়ক থেকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ওঠার সময় ঢাকামুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক রায়হান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এসআই আরো জানান, পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে রায়হানের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক বা এর চালক ও চালক সহকারী কাউকেই আটক করতে পারেনি।