নির্যাতনের পর গৃহবধূর পায়ে শিকল
পারিবারিক কলহকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলায় এক গৃহবধূকে নির্যাতনের পর পায়ে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার বিকেলে পুলিশ উপজেলার বরই পশ্চিম গ্রামের গৃহবধূ মাহফুজা খাতুনকে উদ্ধার করেছে। তিনি গ্রামের শুকুর শেখের স্ত্রী। এ ঘটনায় আটক করা হয়েছে তাঁর শাশুড়ি কমলা বেগমকে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, আজ বিকেল ৫টায় সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে বরই পশ্চিমপাড়ার শুকুর শেখের স্ত্রী মাহফুজা বেগমের পায়ে বাঁধা শিকলের তালা ভেঙে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার উপস্থিতিতে ছিলেন।
এ সময় গৃহবধূর শাশুড়ি কমলা বেগমকে আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
নির্যাতনের শিকার মাহফুজা খাতুন জানান, তাঁর এক বোনের ছেলের সঙ্গে এক ভাসুরের মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে স্বামী শুকুর শেখ, ভাসুর নান্নু, দেবর জহির ও মন্টু তাঁকে মারধর করে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে।
তবে শাশুড়ি কমলা বেগম জানান, বিশ্রী ভাষায় বকাবাজি এবং গলায় দড়ি ও বিষ খেয়ে অত্মহত্যার হুমকি দেওয়ায় মাহফুজাকে বেঁধে রাখা হয়।
স্বামী শুকুর শেখ জানান, মাহফুজাকে মারধর করে পরিবারের অন্যদের সহযোগিতায় পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।