হাকিমপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খাট্টাউছনা গ্রামে মাতলামি করার সময় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিপেন ওরাও (৪০) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত মংলা ওরাওয়ের ছেলে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হামলার ঘটনা ঘটে।
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) এমরানুল কবির জানান, রাত ৩টার দিকে নিপেন ওরাও মদ খেয়ে বাড়িতে মাতলামি করতে থাকেন। এ সময় তাঁর ছোট ভাই সঞ্জিত ওরাও বাধা দেন। এতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সঞ্জিতের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিপেন গুরুতর আহত হন। ওই রাতে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রংপুরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে নিপেন মারা যান।