মরিচক্ষেতে মিলল কিশোরের গলাকাটা লাশ

দিনাজপুরের বোচাগঞ্জে একটি মরিচক্ষেতে পড়ে থাকা রিয়াদের লাশ দেখতে উৎসুক মানুষের ভিড়। ছবি : এনটিভি
দিনাজপুরের বোচাগঞ্জে একটি মরিচক্ষেত থেকে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকালে বোচাগঞ্জ উপজেলার ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মরিচক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তরুণের নাম রফিকুল ইসলাম রিয়াদ (১৭)। সে ওই গ্রামের আবদুল বাকিরের ছেলে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম প্রধান বলেন, গতকাল মঙ্গলবার রাতে মসজিদে ঘুমানোর কথা বলে রিয়াদ বাড়ি থেকে বের হয়। রাতে সে আর বাড়িতে যায়নি। পরে আজ সকালে স্থানীয়দের কাছ থেকে রিয়াদের পরিবার জানতে পারে যে তার লাশ বাড়ির পাশের মরিচক্ষেতে পড়ে আছে। খবর পেয়ে পুলিশে ঘটনাস্থল থেকে রিয়াদের লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য রিয়াদের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। কী কারণে নৃশংসভাবে রিয়াদকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।