দিনাজপুরে ট্রেনে কাটাপড়ে একজন নিহত

দিনাজপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটাপড়ে প্রদীপ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রদীপের বাড়ি বগুড়া জেলার দানপার্টি এলাকায়। তাঁর বাবা প্রয়াত দুখীরাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে পৌঁছালে প্রদীপ তাড়াহুড়া করে নামতে যান। এ সময় ট্রেনে কাটাপড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।