আলমডাঙ্গায় কৃষককে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় খুন হওয়া কৃষক আমির হামজার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আজ শনিবার বাড়ি থেকে তুলে নিয়ে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার বটিয়াপাড়া গ্রামের একটি পানবরজে ওই কৃষকের লাশ পাওয়া যায়।
নিহত আমির হামজা (৪৫) আলমডাঙ্গার শিয়ালমারী গ্রামের টগর মালিথার ছেলে।
নিহতের চাচাতো ভাই আতিয়ার রহমান জানান, আজ শনিবার ভোরে কয়েকজন আমির হামজাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বটিয়াপাড়ার একটি পানবরজে গোঙানির শব্দ পেয়ে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় আমির হামজাকে উদ্ধার করে। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, নিহতের দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।