অবৈধ সম্পদ অর্জন : এমপি বদির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
আজ বুধবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদারের আদালতে এ মামলায় তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মঞ্জিল মোর্শেদের জেরার জন্য দিন ধার্য ছিল। সকালে তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হলে বদির পক্ষের আইনজীবীরা জেরা করেন। জেরা শেষ হওয়ায় বিচারক সাক্ষ্যগ্রহণের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে আগামী ২৯ জুন এ মামলার বদির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেন।
আজ আদালতে এমপি বদি হাজির ছিলেন।
২০১৪ সালের ২১ আগস্ট প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এমপি বদির বিরুদ্ধে দুদকের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান বাদী হয়ে একটি মামলা করেছিলেন।
গত বছরের ৭ মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মঞ্জিল মোর্শেদ সিএমএম আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে আবদুর রহমান বদির বিরুদ্ধে ছয় কোটি ৩৩ লাখ ৯৪২ টাকার অবৈধ সম্পদের তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে বলা হয়েছে, তিনি দুদকের কাছে তিন কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ২৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
মামলাটিতে বদি ২০১৪ সালের ১২ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাঁর জামিন নাকচ করে কারাগারে পাঠান।
পরবর্তী ২০১৪ সালের ২৭ অক্টোবর এমপি বদিকে ছয় মাসের জামিন দেন হাইকোর্টের বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ।