ভাওয়াল জাতীয় উদ্যান থেকে দুই শিশুর লাশ উদ্ধার

গাজীপুরের সালনায় ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে গজারি বন থেকে আজ সোমবার সকালে দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
গাজীপুরের সালনায় ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে গজারি বন থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় জানা যায়নি।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আজ সোমবার সকালে গজারি বনের ভেতরে আনুমানিক সাত ও দশ বছরের দুটি ছেলেশিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে জয়দেবপুর থানাধীন হোতাপাড়া ফাঁড়ি পুলিশ দুটি লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শিশুদের একজনের পরনে ছিল কালো রঙের ফুলপ্যান্ট ও লাল-সবুজ-কালো রঙের গেঞ্জি। অপর শিশুর পরনে ছিল ছাই রঙের ফুলপ্যান্ট ও কমলা রঙের গেঞ্জি।
এসআই রফিকুল জানান, দুর্বৃত্তরা শিশুদের শ্বাসরোধে হত্যা করে ওই বনে ফেলে রেখে গেছে।