চুয়াডাঙ্গায় বাস উল্টে ২৫ জন আহত

চুয়াডাঙ্গার দর্শনায় হঠাৎপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস রাস্তার পাশে উল্টে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে জীবননগরগামী সুমন ডিলাক্স পরিবহনের একটি বাস (যশোর জ-১১-০০৩৭) দর্শনায় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী গাড়ির ধাক্কায় চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে রাস্তার পাশে উল্টে যায়। ওই সময় অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে ২৩ জনকে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক আবদুল হাকিম জানান, সিয়াম (৭) নামে এক শিশুর অবস্থা সংকটাপন্ন।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।