ফতুল্লায় অস্ত্রসহ একজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লার ফাজেলপুর এলাকা থেকে বিদেশি পিস্তলসহ মোহাম্মদ শাহীন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। আজ সোমবার ভোরে র্যাবের সিপিসি ১-এর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
নারায়ণগঞ্জ র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহ শিবলী সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাজেলপুর এলাকায় অভিযান চালিয়ে একটি একতলা ভবনের পূর্ব পাশ থেকে শাহীনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর স্বীকারোক্তি অনুযায়ী তার শোবার ঘরে তোশকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। পরে শাহীনকে ফতুল্লা থানা পুলিশের হাতে তুলে দেয় র্যাব।