মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই এলাকা পরিচালককে অপসারণ

ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক চাপ সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুজন এলাকা পরিচালককে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড তাঁদের অপসারণ করে।
আজ রোববার সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী আব্দুল মতিন এ তথ্য জানিয়েছেন।
অপসারণ হওয়া ব্যক্তিরা হলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ( মেপবিস) ৮ নম্বর এলাকার ( চুয়াডাঙ্গা সদর উপজেলা) এলাকা পরিচালক আকরামুল হক বিশ্বাস খোকন এবং ৯ নম্বর এলাকার (দামুড়হুদা উপজেলা) পরিচালক এহসানুল হক। আকরামুল চুয়াডাঙ্গা সদর উপজেলার মনিরামপুরের বাসিন্দা ও এনজিও প্রতিষ্ঠান আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক এবং এহসানুল হকের বাড়ি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামে।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, আকরামুল হক বিশ্বাস ২০১৫ সালের ২১ ডিসেম্বর এবং এহসানুল হক ২০১৩ সালের ২০ ডিসেম্বর তিন বছরের জন্য এলাকা পরিচালক হিসেবে নির্বাচিত হন। ওই দুই এলাকা পরিচালকের বিরুদ্ধে ধারাবাহিক ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দীর্ঘদিন ধরে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চরম অসন্তোষ চলে আসছিল। সংক্ষুব্ধ স্থানীয় কর্মকর্তারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিকে তা অবগত করেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে উপপরিচালক ফকির শরিফ উদ্দিন তদন্তে নামেন এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। তদন্ত শেষে অভিযোগ বিষয়ে মতামত জানতে গত ২৪ জানুয়ারি তাঁদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় ১১ ফেব্রুয়ারি চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। দুই এলাকা পরিচালক দায় এড়িয়ে জবাব দেন।
তদন্ত শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ওই দুই এলাকা পরিচালককে অপসারণের সিদ্ধান্ত নেয়। নির্বাহী পরিচালক শাহ নেওয়াজ খান গত ৬ জুন অপসারণপত্র স্বাক্ষর করেন। মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ১৫ জুনের বোর্ড সভায় অপসারণের বিষয়টি উত্থাপন এবং সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়।