শীতলক্ষ্যায় ৫০ যাত্রী নিয়ে ডুবে গেছে ট্রলার

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। আজ রোববার বিকেলে কালীগঞ্জে মূলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, অধিকাংশ যাত্রীই সাঁতরে তীরে উঠেছেন। তবে কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিকেল ৪টার দিকে বালুবোঝাই একটি কার্গোর ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারটির বেশির ভাগ যাত্রীই স্থানীয় প্রাণ অ্যাগ্রো কারখানার শ্রমিক।
ওসি জানান, ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ট্রলার ও নিখোঁজ যাত্রীদের খুঁজে বের করার চেষ্টা করবে।