নরসিংদীতে স্কুলছাত্র জিসান হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/15/photo-1468582395.jpg)
নরসিংদীর মনোহরদীতে মেধাবী স্কুলছাত্র জিসান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার সকালে মনোহরদীর ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের নারান্দী বাসস্ট্যান্ডে প্রায় এক কিলোমিটার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর আয়োজনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জিসান মনোহরদী উপজেলার শুকুন্দী গাছুয়ারকান্দা গ্রামের প্রবাসী মোস্তফা কামাল ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিনা বেগমের ছোট ছেলে। জিসান শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমিতে অষ্টম শ্রেণিতে পড়ত।
শুকুন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাদিকুর রহমান শামীমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন পাশের শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম মৃধা, শুকুন্দী ইউপির বর্তমান চেয়ারম্যান আবদুল গনি ফরাজী, একদুয়ারিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আনিছুজ্জামান মিটুল, উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. বজলুল হক বজলু, যুবলীগের আহ্বায়ক এম এস ইকবাল আহমেদ, শুকুন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক কামাল, শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, শুকুন্দী নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম ভূঞা, ছোট শুকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. আমেনা পারভিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জিসানের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের কাছে দাবি জানাই। জিসানের হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়। এর আগে গত ৭ জুলাই ঈদের দিন নরসিংদীর শিবপুর উপজেলার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে বাসের হেলপারের লোকজনের হামলায় আহত হয় সে।