ঈদ পুনর্মিলনীতে মাতলেন গাংনীর মুক্তিযোদ্ধারা

ছবি : এনটিভি
মেহেরপুরের গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে গাংনী উপজেলা অডিটরিয়ামে এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী সভাপতিত্ব করেন। এ সময় গাংনী উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত হয়ে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আনোয়ার হোসেন।