জীবননগর ডিগ্রি কলেজকে সরকারীকরণের দাবি

চুয়াডাঙ্গার জীবননগর ডিগ্রি কলেজকে সরকারীকরণের বিষয়টি পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে কলেজের শিক্ষক-কর্মচারী এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। এতে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাফিজ উপস্থিত হন এবং দাবির বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করার আশ্বাস দেন।
মানববন্ধনে বক্তব্য দেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রভাষক ইউনুস আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আখতার, কলেজশিক্ষক রফিকুল ইসলাম, ফরহাদ হোসেন, জামানুল ইসলাম, জিয়াউর রহমান, লায়লা পারভীন, প্রতিষ্ঠাকালীন ছাত্র নাসির উদ্দিন, বর্তমান ছাত্র সাইদুজ্জামান বিপ্লব, ইউসুফ আলী বিশ্বাস ও আমিনুল ইসলাম তারেক।
বক্তারা জানান, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে দুই হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। অথচ এই কলেজটিকে পাশ কাটিয়ে শহর থেকে দুই কিলোমিটার দূরে ২০০০ সালে প্রতিষ্ঠিত আদর্শ মহিলা কলেজকে সরকারীকরণ করা হয়েছে, যে প্রতিষ্ঠানটি সরকারীকরণের কোনো নীতিমালার আওতায় পড়ে না। তাই অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনা করে জীবননগর ডিগ্রি কলেজকে সরকারীকরণ করতে হবে।