জঙ্গিবাদবিরোধী সমাবেশে এসে জামায়াত নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে ভুরুঙ্গামারী থানার পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী সমাবেশে যোগ দিতে গেলে আজিজুরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা জামায়াতের আমির নিজে নাশকতা মামলার আসামি হয়ে আবার জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী সমাবেশে যোগ দিতে এসেছেন। তাঁর বিরুদ্ধে মামলা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে কুড়িগ্রামের পুলিশ সুপার মো. তবারক উল্লাহ জানান, জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপনের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।