যশোরে নদী থেকে স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলার ভবদহ এলাকার টেকা নদী থেকে সাজেদুর রহমান সাহেদ (১২) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাজেদুর মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামের সাইফুল ইসলাম গাজীর ছেলে এবং নেহালপুর এডাস আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় টেকা নদী দিয়ে একটি বস্তা ভেসে যেতে দেখে স্থানীয় এলাকাবাসী সেটি উদ্ধার করে। পরে বস্তার মুখ খুলে লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবদহ পুলিশ ক্যাম্পের সদস্যরা লাশটি উদ্ধার করেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, ১১ এপ্রিল স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সাজেদুর। এ ব্যাপারে সাজেদুরের পরিবারের পক্ষ থেকে ১২ এপ্রিল মনিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, পারিবারিক বিরোধের জের ধরে সাজেদুরকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।