জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি
যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাইসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বেড়ে আজ শনিবার সকালে জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর ও ফসলি জমি। জেলার ইসলামপুর উপজেলার পাথর্শী, কুলকান্দি, চিনাডুলী ও বেলগাছা এই চারটি ইউনিয়নের অন্তত ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
পাথর্শী ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলী জানান, ইউনিয়নের শশারিয়াবাড়ি এলাকায় হরিণধরা বাঁধের একটি অংশ ভেঙে জনপদে পানি ঢুকছে হু হু করে। সবমিলিয়ে এই ইউনিয়নে ১০টি গ্রামের বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে গেছে বন্যায়।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, এরই মধ্যে বন্যাকবলিতদের মধ্যে কিছু শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি আমরা মনিটর করছি। প্রয়োজনে আরো ত্রাণ দেওয়া হবে।