গুলশান হামলায় উসকানিদাতারা চিহ্নিত : ডিএমপি কমিশনার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/24/photo-1469348292.jpg)
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় উসকানিদাতাদের চিহ্ণিত করা গেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, অপরাধীদের গ্রেপ্তার করা এখন সময়ের ব্যাপার।
আজ রোববার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা জানান। তিনি বলেন, একটি কুচক্রী মহল দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হবে—এমন গুজব ছড়াচ্ছে। গুজব ছড়ানো হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
গুলশান হামলার ঘটনার ২৪ দিনের মাথায় পুলিশের এই কর্মকর্তা জানালেন, ওই হামলায় কোনো আন্তর্জাতিক সংগঠনের জঙ্গি সংশ্লিষ্টতা ছিল না, দেশের অভ্যন্তরে একটি গোষ্ঠী ধর্মের নামে তরুণ সমাজকে বিপথগামী করে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।
গত ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে।
ওই দিন রাতে উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। এ নিয়ে হামলার পর ২৮ জন নিহত হয়।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপাত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।