তারেক রহমানের সাজা
জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ
অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার মহিলা কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন লোকমান আহমেদ লোটন, ছাত্রদল নেতা গাওছুল আজম শাহীন, মনোয়ার হোসেন কর্নেল প্রমুখ।
এদিকে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে সরিষাবাড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরিষাবাড়ি উপজেলা বিএনপি।