সাম্প্রদায়িকতার স্থান এ দেশে হবে না : এলজিইডিমন্ত্রী
ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সাম্প্রদায়িকতার কোনো স্থান এ দেশে হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আজ শনিবার বিকেলে ফরিদপুর শহরের থানা রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যুবলীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন মন্ত্রী।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম ফোয়াদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ প্রমুখ।