মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে : র্যাব মহাপরিচালক
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘ভারত ফেনসিডিল তৈরি করে। তারা তো ফেনসিডিল খায় না। আমরা খাই কেন? লক্ষ লক্ষ কোটি কোটি ইয়াবা তৈরি হচ্ছে মিয়ানমারে। ওরা খাচ্ছে না। আমরা কেন খাচ্ছি?’
আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জে র্যাব ১১-এর মাদকদ্রব্য ধ্বংস কর্মসূচির অনুষ্ঠানে বেনজীর আহমেদ এ কথা বলেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও সংসদ সদস্য শামীম ওসমান।
বেনজীর আহমেদ বলেন, ‘যদি মাদক ব্যবসায়ীকে আমরা অস্ত্রসহকারে পাই এবং সে অস্ত্র যদি আমাদের দিকে তাক করা হয়, আমার ফোর্স উইল ক্লিয়ার দেয়ার ম্যাগাজিন (আমার বাহিনীর সদস্যরা তাদের ম্যাগাজিনের গুলি খালি করে ফেলবে)। আমরা তোমাদের চাই না। এই সর্বনাশা, ধ্বংসাত্মক ব্যবসা বন্ধ করতে হবে। সর্বনাশা, ধ্বংসাত্বক, আত্মবিনাশী এ কর্মকাণ্ড পরিহার করতে হবে।’
বেনজীর আহমেদ আরো বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের একটা যুদ্ধ করতে হবে। মাদক বিক্রেতার রাজনৈতিক পরিচয় যাই হোক উই ডোন্ট কেয়ার (আমরা পরোয়া করি না)। কোনো ভয় পাবেন না। ওই লোকগুলো পাঁচজন কি ১০ জন। উই আর মিলিয়নস (আমরা লাখো লাখো)। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই, এ সমস্ত লোকজন দেশ ছেড়ে পালাবার পথ পাবে না।’
র্যাব মহাপরিচালক বলেন, ‘গত তিন মাসে দেশে আরোপিতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছিল, নিরীহ সাধারণ মানুষ এমনকি শিশুকে জ্বালিয়ে-পুড়িয়ে হত্যা করা হচ্ছিল, তখন দৈনিক দুই হাজার কোটি টাকা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। বাংলাদেশ আজ সবার প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক কিছুতে শীর্ষ দশ-এর মধ্যে আছি। অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ, অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ তৈরি হয়েছে, চেতনায় যার মুক্তিযুদ্ধ, সে দেশ পরাজিত হতে পারে না।’
তরুণদের প্রসঙ্গ এনে র্যাবের মহাপরিচালক বলেন, ‘আমার দেশের তরুণ প্রজন্মের প্রতি যে যাই বলুক, তাদের প্রতি আছে আমার অসীম আস্থা। তারা বুদ্ধিমান, স্মার্ট, হাইটেক প্রজন্ম। প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, আইপ্যাড আছে, ট্যাব আছে। সমগ্র দুনিয়া তাদের মুঠোয়। তারা জানে কোনটা ভালো, কোনটা খারাপ।’ তিনি আরো বলেন, ‘কেন কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় এ আত্মবিধ্বংসী, আত্মবিনাশী কর্মকাণ্ডে লিপ্ত হবে?’
র্যাব মহাপরিচালক বলেন, ‘যে গতিতে বাংলাদেশ এগোচ্ছে, যদি আমরা এ তিন অপশক্তি- ধর্মীয় জঙ্গিবাদ, রাজনৈতিক সন্ত্রাস এবং মাদককে পরাজিত করতে পারি তাহলে প্রধানমন্ত্রী যেটা বলছেন ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া, তার আগেই ইনশাল্লাহ আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারব।’