সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা দাবি তাবিথ আউয়ালের
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল নির্বাচনের সময় সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা দাবি করেছেন। অন্যদিকে একই করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক বলেছেন, সেনা মোতায়েনের কারণে ভোটারদের আত্মবিশ্বাস বাড়বে।
আজ বুধবার মিরপুরের পল্লবী এলাকায় গণসংযোগ করেন আনিসুল হক। মিরপুরের মোল্লা ও ভোলার বস্তিবাসীদের কাছে ভোট চান তিনি। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘সবাই যদি চায়, নির্বাচন কমিশন চেয়েছে; ভালো। আরো লোকের আত্মবিশ্বাস বাড়বে। ভরসা পাবে ভোটকেন্দ্রে গিয়ে। আমি চাই মা-বোনেরা বেশি আসুক ভোট দিতে।’ তিনি আরো জানান, নিরপেক্ষ নির্বাচন হলে তিনিই জয়লাভ করবেন। আর বিএনপি চেয়ারপারসনের ওপর বারবার হামলার তীব্র নিন্দা জানান আনিসুল হক।
সকালে মোহাম্মদপুরে নির্বাচনী জনসংযোগ করেন তাবিথ আউয়াল। সেনা মোতায়েন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাস্তবে না দেখা পর্যন্ত আশ্বাস পাচ্ছি না।’ তিনি আরো বলেন, ‘সেনা মোতায়েন আসতে হবে বিচারিক ক্ষমতাসহ।’
স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সাথে নিয়ে তাবিথ আউয়াল ভোটারদের কাছে ভোট চান। এ সময় তিনি নির্বাচিত হলে এলাকার সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন ভোটারদের।