চুয়াডাঙ্গায় শোকাবহ পরিবেশে জাতীয় শোক দিবস পালিত

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় শোকাবহ পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোকযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীমন্ত টাউন হলে গিয়ে শেষ হয়। শোকযাত্রায় জেলা প্রশাসক সায়মা ইউনুস, জেলা ও দায়রা জজ শিরিন কবিতা আখতার, পুলিশ সুপার মো. রশীদুল হাসান, সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়। শোকযাত্রা শেষে শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর শ্রীমন্ত টাউন হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উল্লিখিত কর্মকর্তা ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ বক্তব্য দেন।
এদিকে জেলা স্বাস্থ্যবিভাগ, বিএমএ, নার্সিং ইনস্টিটিউট ও বিডিএমএর যৌথ উদ্যোগে শোকযাত্রা, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জেলা শিশু একাডেমি পৃথক কর্মসূচি পালন করে।
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের উদ্যোগে দামুড়হুদা, দর্শনা ও জীবননগরে দরিদ্রভোজের আয়োজন করা হয়। এ ছাড়া সংসদ সদস্যের নেতৃত্বে দর্শনা পৌরসভা থেকে শোকযাত্রা বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে সংসদ সদস্য আলী আজগার টগরসহ নেতারা বক্তব্য দেন।