বাড্ডায় আটক ১৮ ‘জামায়াত-শিবিরকর্মী’ রিমান্ডে
রাজধানীর বাড্ডা থানা এলাকায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী সন্দেহে আটক ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ডে পেয়েছে পুলিশ।
আজ শনিবার আটকদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক সাজেদুর রহমান আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
এর মধ্যে আসামি ফখরুদ্দিন মো. রেফাত উল্লাহ ও শামীমকে তিনদিন করে রিমান্ড দেন।
বাকি আসামি জামাল উদ্দিন সরকার, ইকবাল হোসেন, গোলাম সরকার, মাহমুদুর রহমান, আব্দুস সাত্তার, আব্দুল হক, খন্দকার আব্দুল বাতেন, আব্দুল হান্নান, জামাল উদ্দিন জামান, হাফিজুর রহমান, খলিলুর রহমান, নাজিমুদ্দিন, রফিকুল ইসলাম, সাইদুর রহমান, আহসানউল্লাহ ও মিকাই হোসেনকে দুদিন করে রিমান্ড দেন।
গতকাল শুক্রবার সকালে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের আট নম্বর সড়কের ২৫ নম্বর বাসায় স্থাপিত ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে পুলিশ। তাদের সবাই জামায়াত ও শিবিরের সক্রিয় কর্মী বলে জানায় পুলিশ।
ওই বাড়ির চারতলায় স্কুলটির কার্যক্রম চলত। সেখানে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের ব্যবস্থা ছিল।
গতকাল রাতে আটক ১৮ জনসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা করা হয়।
আজ সকালেই বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন, বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে এই মামলা করেন।