মা-মেয়ে খুনের ঘটনায় আহত আরেকজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার আতলরা গ্রামে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মা ও মেয়ের খুনের ঘটনায় আহত আরেক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার মধ্যরাতে ঢাকার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিনারা বেগম (৪০) নামে ওই নারী মারা যান। তিনি আতলরা গ্রামের পার্শ্ববর্তী নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব এনটিভি অনলাইনকে জানান, দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে আতলরা গ্রামের আমির উদ্দিনের বাড়িতে ঢুকে হাসিনা বিবি (৫০), মেয়ে আরিফা বেগম (১৯) ও ছেলে শাহজাহানকে (২২) কুপিয়ে পালানোর সময় পথে পার্শ্ববর্তী নোয়াগাঁও গ্রামের মিনারা বেগমকে কুপিয়ে আহত করে।
এ সময় মিনারা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হয়েছিলেন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করে।
এদিকে নিহত আরিফাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ আবাসিক চিকিৎসক মো. আবদুস সালাম সরকার।
গত বৃহস্পতিবার রাতে শ্রীপুর আতলরা মাটির ঘরের দরজা খুলে সশস্ত্র দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত আমির উদ্দিনের স্ত্রী হাসিনা বিবি, মেয়ে কলেজছাত্রী আরিফা বেগম ও ছেলে শাহজাহান মিয়াকে গুরুতর জখম করে।
তাঁদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফাকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত মা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান হাসিনা বিবি। আহত শাহজাহান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।