মালয়েশিয়া যাওয়ার পথে তিন যুবককে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার তিন যুবককে অবৈধভাবে নৌপথে মালয়েশিয়া নেওয়ার পথে হত্যার পর দালালরা সাগরে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছে তাদের স্বজনরা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। তিন যুবকের পরিবারে চলছে মাতম।
এরা হলেন উপজেলার উচিৎপুড়া ইউনিয়নের টেঘুরিয়াপাড়ার ইদ্রিস আলী মোল্লার ছেলে সাদেক মোল্লা (৩০), বারেক মিয়ার ছেলে কবীর হোসেন (২৮) এবং সিকদারকান্দির আব্দুর রহিমের ছেলে সেলিম মিয়া (২৮)।
সাদেকের স্ত্রী শাহিদা বেগম এনটিভি অনলাইনকে জানান, উপজেলার দাপুরপুড়ার নাসু মিয়া, জামাল হোসেন, ছোট দাসিরদিয়া গ্রামের আরিফ, লতব্দি গ্রামের আল আমিন ও সাহাবুদ্দিন- এই পাঁচ দালাল গত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার কথা বলে সাদেক, কবীর, সেলিম ও টেঘুরিয়াপাড়ার আহাম্মদ আলীর ছেলে কাউসার (২০) ও কাশেম আলীর ছেলে আলালকে (২২) বাড়ি থেকে নিয়ে যায়।
‘গতকাল কাউসারের বাবা আহাম্মদ আলী আমাদের জানান, তাঁর ছেলে মালয়েশিয়ায় পৌঁছে গত ২৪ এপ্রিল ফোনে জানিয়েছেন, সাদেক, কবীর ও সেলিমকে দালালরা হত্যা করে সাগরে ফেলে দিয়েছে।’ অভিযোগ করেন শাহিদা।
আলালের বাবা কাশেম আলীও একই কথা বলেন। তিনি জানান, দালালরা পাঁচ যুবককে সাগরে জিম্মি করে কয়েক দফা টাকা আদায় করে। তারপর তাঁরা এক সময় যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনার পর পরই দালালরা বাড়ি ছেড়ে পালিয়েছে বলে অভিযোগ করেন কাশেম আলী।
সাদেকের ভাই আনোয়ার হোসেন এনটিভি অনলাইনকে জানান, এত দিন দালালরা বলেছে, তার ভাই সাদেককে মালয়েশিয়ায় পৌঁছে দিয়েছে। এখন ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর তাঁরা পালিয়েছে।
সাদেক, কবীর ও সেলিমকে কাউসার ও আলালের সামনেই হত্যা করে সাগরে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন আনোয়ার হোসেন।
এ ঘটনায় সেলিমের স্ত্রী আকলিমা আড়াইহাজার থানায় গতকাল রাতে একটি অভিযোগ দায়ের করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এনটিভি অনলাইনকে বলেন, অভিযোগটি তদন্তের অপেক্ষায় আছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।