মুজাহিদের আপিল আবেদনের শুনানি মুলতবি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল আবেদনের ওপর শুনানি আগামী ৪ মে পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। আজ বুধবার দুপুর ১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ প্রথম দিনের শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে আজ সকাল পৌনে ১০টার দিকে শুনানি শুরু হয়। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মুজাহিদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গতকাল মঙ্গলবার শুনানির জন্য দিন নির্ধারণ থাকলেও ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে সরকারি ছুটি থাকায় তা হয়নি। আজ শুনানির জন্য আবার দিন নির্ধারণ করা হয়।
প্রথম দফা শুনানির পর বিরতিতে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছিলেন, ‘মুজাহিদের আপিলের শুনানি আজ শুরু হয়েছে। আসামিপক্ষ সময় চেয়েছিল। এর আগেও তাদের কয়েকবার সময় দেওয়া হয়। আজ আমরা সময় দেওয়ার বিরোধিতা করেছি। আদালত সময় না দিয়ে আজকেই শুনানির জন্য আসামিপক্ষের আইনজীবীদের বলেছেন। আমরা আশা করি, বেশ কয়েক দিন শুনানি চলবে।’ তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষ এ মামলায় কোনো আপিল করেনি। কিন্তু রায় যেন বহাল রাখা হয়, সে বিষয়ে আমরা আদালতে শুনানি করব।’
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান সাংবাদিকদের বলেন, ‘আমরা রায়ের বিরুদ্ধে আপিল করেছি। আজ শুনানি শুরু করেছি। শুনানির প্রথম দিন আমরা পেপারবুকগুলো আদালতে পড়ে শোনাচ্ছি। তাঁকে (মুজাহিদ) যেসব অভিযোগে দণ্ড দেওয়া হয়েছে, আমরা সে বিষয়ে যুক্তি উপস্থাপন করছি। আশা করি, তিনি খালাস পাবেন।’
২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে মুজাহিদের পক্ষে আপিল আবেদন করা হয় একই বছরের ১১ আগস্ট। ওই আপিলের ওপর আজ শুনানি শুরু হয়েছে।