ওবায়দুলের ১০ দিনের রিমান্ড চাইল পুলিশ

রাজধানীতে স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যার ঘটনায় গ্রেপ্তার ওবায়দুল খানের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে ওবায়দুলকে হাজির করে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আলী হোসেন।
ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে সকালে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন, গতকাল বুধবার রাতে ওবায়দুলকে ঢাকায় আনা হয়। তাঁকে রমনা থানা হেফাজতে রাখা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এইচ এম আজিমুল হকের নেতৃত্বে গতকাল সকালে নীলফামারীর ডোমার থেকে গ্রেপ্তার করা হয় ওবায়দুলকে। এর পর তাঁকে ঢাকায় আনা হয়।
গত ২৪ আগস্ট দুপুরে ঢাকার কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে ফুটওভার ব্রিজের ওপর ওই স্কুলের ছাত্রী রিশার পেট ও হাতে ছুরিকাঘাত করে এক বখাটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রিশা ২৮ আগস্ট মারা যায়।
এ ঘটনায় ওবায়দুল খানকে আসামি করে একটি মামলা করেন রিশার মা। সেই মামলায় গতকাল ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়।