গাজীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে আজ বুধবার সকালে মাশফিক বকশীর মৃত্যুর খবরে অচেতন হয়ে পড়েন তাঁর এক স্বজন। ছবি : এনটিভি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় মাশফিক বকশী নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে নিজ বাড়ি থেকে কিছুদূরে একটি গাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, কালিয়াকৈর উপজেলায় শ্রীফলতলী ইউনিয়নের বকশীবাড়ির ছেলে মাশফিক গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন। এর পর আর বাড়ি ফিরে আসেননি। আজ সকালে বাড়ি থেকে কিছুদূরে একটি গাছে মাশফিকের লাশ ঝুলতে দেখে তাঁর স্বজনরা পুলিশে খবর দেন।
এসআই সাইদুর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।