ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অজ্ঞাতনামা যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবকের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শওকত হোসেন জানান, পীরগঞ্জ-রানীশংকৈল সড়কের ফুটানি টাউন বাজারের শেখপাড়া স্কুলের পূর্বদিকে রাস্তার পাশে বুধবার রাতে ওই তরুণকে পাওয়া যায়। রাত ১১টার দিকে স্থানীয়রা আহত ও অজ্ঞান অবস্থায় তরুণকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়।
ওসি আরো জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।