পরিবেশ দূষণের দায়ে দুই কারখানাকে জরিমানা

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের দুটি ডায়িং কারখানাকে ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং কারখানা দুটির পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ত্রুটিপূর্ণ হওয়ায় এ জরিমানা করে।
পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান জানান, পরিবেশ দূষণের দায়ে কালিয়াকৈর উপজেলার ‘ডং বাং ডায়িং লিমিটেড’ এবং একই এলাকার ‘ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেড’ কারখানা কর্তৃপক্ষকে তলব করে শুনানি করা হয়।
শুনানি শেষে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর অপরিশোধিত তরল বর্জ্য জলাশয়ে ফেলে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতি করায় ‘ডং বাং ডায়িং লিমিটেড’ কারখানাকে ৪৪ লাখ টাকা এবং তরল বর্জ্য পরিশোধন না করে বাইরে ফেলার দায়ে ‘ইন্টারস্টফ অ্যাপালেস লিমিটেড’ কারখানাকে ১৩ লাখ টাকা জরিমানা করেন।