সাত খুনের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি
সাত খুনের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে নারায়ণগঞ্জের আদালতেই বিচারকাজ পরিচালনার দাবি জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালত চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে বাসায় যাওয়ার পথে প্রকাশ্যে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চন্দন কুমার সরকার, প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে একটি এলিট ফোর্সের বিপথগামী সদস্য বিশেষ মহলের ইন্ধনে তুলে নিয়ে অমানুষিক নির্যাতনের পর হত্যা করে।
এ সময় মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানান সাখাওয়াত হোসেন। সে সঙ্গে এ মামলায় যে পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়েছে সম্পূরক চার্জশিট দিয়ে, তাঁদের এ মামলায় অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি।
মানববন্ধন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে, তাঁদের ভরণপোষণের দায়ভার সরকারকেই নিতে হবে বলে জানান এই আইনজীবী নেতা।
আসামিদের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি আন্দোলন চালিয়ে যাবে বলেও আইনজীবীদের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল, নবী হোসেন, খোরশেদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এক বছর আগে আজকের এই দিনে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার শান্তিরচর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ছয়জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন একই জায়গা থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।
দিনটি স্মরণ করে জেলা আইনজীবী সমিতি আজ সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।