সীমান্তে চোরাচালান বন্ধে ঠাকুরগাঁওয়ে বিজিবির সভা
সীমান্তে মানবপাচার, মাদক, চোরাচালান ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সভার আয়োজন করে।
ঠাকুরগাঁও হরিপুর উপজেলা আটঘড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী।
ঠাকুরগাঁও ৩০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন হরিপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস ও অন্যরা।
সভায় বক্তারা বলেন, সুখী-সমৃদ্ধ দেশ ও অর্থনীতির উন্নয়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে সীমান্তে নারী পাচার, মাদক, চোরাচালান ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।