মানুষ আতঙ্কিত, কখন জঙ্গি বলে ধরে নিয়ে যায় : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে গোটা দেশের মানুষ আতঙ্কিত। মানুষ চিন্তিত হয়ে পড়েছে, এই দেশটা টিকবে কি না, এই দেশের অস্তিত্ব টিকবে কি না। মানুষ মনে করছে, আমি নিরাপদ কি না। কখন আবার সন্ত্রাসী, জঙ্গি বলে ধরে নিয়ে যায়।’
এ সময় বিএনপি মহাসচিব দলের প্রতিষ্ঠাতা ও সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের স্বাধীনতার পদক প্রত্যাহারের নিন্দা জানান।
আজ শনিবার বিকেল ৫টায় বিএনপি ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের মহাসচিব। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মর্যাদা দেয় না, স্বাধীনতাকে বিশ্বাস করে না। যদি করত তাহলে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ও যিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন তাঁর পদক কেড়ে নিতে পারত না।’
মির্জা ফখরুল বলেন, ‘শুধু মতভিন্নতা, রাজনৈতিক প্রতিহিংসা এবং ভিন্ন দল করার কারণে অসামান্য অবদানের পদক কেড়ে নেওয়া পৃথিবীর ইতিহাসে কোথাও আছে বলে আমার জানা নেই।’
এ সময় মির্জা ফখরুল এ দেশের ‘গণতান্ত্রিক প্রক্রিয়া উদ্ধারে’ দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।