সস্তা পাবলিসিটির জন্য কেউ বললে তাঁর ব্যাপার
সড়কে বিপরীত দিক দিয়ে মন্ত্রী-ভিআইপিদের গাড়ি চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘সস্তা পাবলিসিটি করার জন্য কেউ যদি উল্টা কথা বলে, সেটা তাঁর ব্যাপার। আমার বিবেচনায় এটা যানজট সৃষ্টি করার মতো কোনো বিষয়ই না।’
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্মাণাধীন মৌচাক-মগবাজার ফ্লাইওভারের ইস্কাটন-মগবাজার-মৌচাক অংশ উদ্বোধন শেষে খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মৌচাক-মগবাজার ফ্লাইওভার প্রকল্পের ইস্কাটন থেকে মৌচাক পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ পথ চালু হলো আজ।
বাংলামোটর থেকে যাঁরা মৌচাকের দিকে যান তাঁদের কাছে দুশ্চিন্তার বিষয় মগবাজার মোড়ের যানজট। মৌচাক-মগবাজার ফ্লাইওভার প্রকল্পের যে অংশের উদ্বোধন করা হলো, তাতে মগবাজার মোড়ের যানজট এড়িয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। কারণ ইস্কাটন থেকে মগবাজার ওয়্যারলেস গেট পর্যন্ত বিস্তৃত ফ্লাইওভারটি চলে গেছে মগবাজার মোড়ের ওপর দিয়ে।
ফ্লাইওভারটির ইস্কাটন-মৌচাক অংশ খুলে দিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘একটা জায়গায় ফ্লাইওভার করলেই যে এলাকা যানজটমুক্ত হবে, এটা কিন্তু নয়; বরং অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই ফ্লাইওভার কিছু যানজট সৃষ্টিও করতে পারে। সেটা নিরসন হবে, মাস্টারপ্ল্যানে যা আছে, সবটা পরিপূর্ণভাবে চালু হওয়ার পর আমরা যানজটমুক্ত হতে পারব।’
এ ফ্লাইওভার নির্মাণকাজ চলার সময় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। আজ ফ্লাইওভারের এ অংশ খুলে দেওয়ায় অনেকেই স্বস্তি প্রকাশ করছেন।
রাস্তার বিপরীত দিক দিয়ে মন্ত্রী-ভিআইপিদের গাড়ি চলাচল প্রসঙ্গে সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেছেন স্থানীয় সরকারমন্ত্রী।
৯ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ‘পুলিশকে বলা হয়েছে রং সাইডে যারাই যাবে, তিনি মন্ত্রী হন, এমপি হন, ভিআইপি হন—যেই হন, তাঁর বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে ঠিক একই ব্যবস্থা নেওয়া হবে। যে গাড়ি রং সাইড দিয়ে যাবে, সে গাড়িকে মামলা করা হবে।’
এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা একটা ফ্লাগ নিয়ে চলি। আমি, শত চেষ্টা করলেও আমি উল্টো দিকে যাওয়ানো বন্ধ করতে পারি না। উনি (সেতুমন্ত্রী) যদি, অন্য কেউ যদি মনে করেন, একটা গাড়ি গেলেই এইটা….. এইটা হয়তো পাবলিসিটি স্টান্ট, অন্যদের ক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই রে ভাই। তারা মনে করে, স্যার.. একটা মন্ত্রী যদি আক্রান্ত হয়, সারা গভর্নমেন্টেরও একটা পরশন (অংশ) আছে। এখন সস্তা পাবলিসিটি করার জন্য কেউ যদি উল্টা কথা বলে, সেইটে তার ব্যাপার। আমার বিবেচনায় এটা কোনো যানজট সৃষ্টি করার কোনো বিষয়ই না।’
এর আগে তেজগাঁও থেকে রমনামুখী ফ্লাইওভারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাকি থাকল মৌচাক-রামপুরা এবং রাজারবাগ-শান্তিনগরমুখী ফ্লাইওভারের কাজ। আগামী বছরের মাঝামাঝি এ কাজ শেষ হতে পারে বলে প্রকল্প-সংশ্লিষ্টরা জানিয়েছেন।