খালেদা জিয়া ফিরেছেন শূন্য হাতে : রেলমন্ত্রী
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিন মাস গুলশান কার্যালয়ে অবস্থান করে অবশেষে শূন্য হাতে সেখান থেকে ফিরে গেছেন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, ‘খালেদা জিয়া বাঙালি জাতিকে কিছু দিতে পারেন নাই। এবারের সিটি করপোরেশন নির্বাচনে তিনি ভোট চাইতে গিয়েছিলেন, কিন্তু মানুষ তাঁকে কালো পতাকা দেখিয়েছে।’
আজ রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মুজিবুল হক আরো বলেন, ‘বেগম খালেদা জিয়ার তথাকথিত অবরোধ তথাকথিত হরতাল ব্যর্থ হয়েছে। ভবিষ্যতেও যদি তিনি কোনো রকম কর্মসূচি দেন, কোনো রকম নাশকতামূলক, ধ্বংসাত্মকমূলক, অরাজকতামূলক কর্মসূচি দিয়ে থাকেন বাঙালি জাতি এগুলি অবশ্যই প্রতিহত করবে। তাঁর বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি সামনের দিকে অবশ্যই এগিয়ে যাবে।’
খালেদা জিয়ার হত্যার রাজনীতি, পেট্রলবোমার রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে রেলমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রেলের উন্নয়ন চলছে, সংস্কার চলছে, নতুন রেললাইন নির্মাণ হচ্ছে। আর বিএনপির নেত্রী খালেদা জিয়া রেলে, বগিতে, ইঞ্জিনে আগুন দিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করছেন।
এ সময় মন্ত্রীর সাথে পরিবারের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।