কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় ফেনসিডিল জব্দ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বিজিবি অনন্তপুর বিওপির নায়েক মো. আব্দুল লতিফ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দলটি মাদক পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে গতকাল রাত ১০টার দিকে আন্তর্জাতিক পিলার নং ৯৪৮ এর ১ এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম রামখানায় অবস্থান নেয়। তখন এক ব্যক্তি মাথায় বস্তা নিয়ে এদিকে আসছিল। টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দ্রুত পালিয়ে যায় সে। সেখান থেকে বিজিবি টহল দল ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মো. জাকির হোসেন জানান, জব্দ করা ফেনসিডিলের মূল্য ১৮ হাজার টাকা। এগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।