কারাগার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কারা চিকিৎসকদের পরামর্শেই রুটিন চেকআপের জন্য তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পাঠানো হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
urgentPhoto
কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেলার নাসির আহমেদ জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রুটিন চেকআপের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ সকাল ৮টার দিকে অ্যাম্বুলেন্স করে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে বিএসএমএমইউতে পাঠানো হয়েছে।
গত ৪ জানুয়ারি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পল্টন থানায় মির্জা ফখরুলের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এর পর ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আগের দিন থেকে সেখানে অবস্থান করছিলেন তিনি।