কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় লবণ, চিনি আটক
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ সীমান্ত এলাকা থেকে ভারতীয় লবণ, চিনিসহ বিভিন্ন ধরনের মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শুক্রবার রাতে বিজিবি মাদারগঞ্জ বিওপির নায়েক মো. মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি-৪৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক পিলার ১০৩৩ থেকে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জালিরচর এলাকায় বিজিবি সদস্যরা অবস্থান নেন।
পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৮ বস্তা ভারতীয় লবণ, ১৬ বস্তা চিনি, একটি পুরাতন বাইসাইকেল, ১২০ বোতল কীটনাশক, ৩৪টি স্টিলের প্লেট, ২৭টি স্টিলের গ্লাস, ১১২টি প্লাস্টিকের বস্তা, ১৯৪টি নাইলন ব্যাগ এবং চার কেজি পলিথিন উদ্ধার করা হয়।
এসব মালামালের মূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানায় বিজিবি। এসব মালামাল নাগেশ্বরী কাস্টমস কার্যালয়ে জমা করা হয়েছে।