সরাইলে আসামি ধরতে গিয়ে সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আসামি ধরতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৮টি রাবার বুলেট ছোড়ে। আজ শুক্রবার ভোরে উপজেলার শাহজাদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরসাদ জানান, আজ শুক্রবার ভোরে উপজেলার শাহজাদপুর গ্রামে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ধরতে যায় পুলিশ। এ সময় আসামিপক্ষের লোকজন পুলিশকে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশসহ ১০ জন আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।