গাজীপুরে ১৫টি আবাসিক হোটেল সিলগালা

দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ চালানোর অভিযোগে গাজীপুর শহরের ১৫টি আবাসিক হোটেল সিলগালা করে দিয়েছে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, শিল্প শহর গাজীপুরের চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী ও টঙ্গীর বিভিন্ন আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে যৌন ব্যবসা চলে আসছিল। এতে ক্ষুব্ধ জন লোকজন। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার থেকে অভিযান চালায় পুলিশ। আজ শনিবার পর্যন্ত চান্দনা চৌরাস্তার ঈশা খাঁ, রাজমনি, কোনাবাড়ীর ড্রিমল্যান্ড, গোল্ডেন সান, মুন, অতিথি, এয়ার ইন্টারন্যাশনাল, গুলশান ভিউসহ ১৫টি আবাসিক হোটেল বন্ধ করে সিলগালা করে দেয় পুলিশ।
চান্দনা চৌরাস্তার পোলট্রি মেডিসিন ব্যবসায়ী মোস্তফা কামাল জানান, এগুলো নামেই শুধু আবাসিক হোটেল ছিল। ২৪ ঘণ্টাই অনৈতিক কার্যকলাপ চলত। সম্প্রতি স্কুল-কলেজের ছাত্রছাত্রী, উঠতি বয়সী যুবক-যুবতী এবং বিভিন্ন পেশার লোকজনের যাতায়াত বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তিনি এ ধরনের হোটেল পুনরায় চালুর অনুমতি না দিতে প্রশাসনের কাছে দাবি জানান।
গাজীপুর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সফর আলী জানান, শিল্প ও ব্যবসানগরী হিসেবে গাজীপুরের ঐতিহ্য রয়েছে। কিন্তু এভাবে হোটেল ব্যবসার নামে অনৈতিক কাজের সুযোগ করে দেওয়ায় ছেলেমেয়েরা বিপথগামী হয়ে পড়তে শুরু করে। অভিভাবকরাও উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তাঁরা বিষয়টি গাজীপুরের পুলিশ সুপারকে জানান। দ্রুত পদক্ষেপ নিয়ে হোটেলগুলো তালা লাগিয়ে দেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানান তিনি।
পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, গাজীপুর শুধু শিল্পনগরীই নয়, রাজধানীর ঢাকার সবচেয়ে কাছে বিশেষ শ্রেণির জেলা। এখানকার পরিবেশ স্বাভাবিক রাখতেই অভিযোগের সত্যতা পেয়ে ব্যবস্থা নিয়েছে পুলিশ।