ফুল নিয়ে মনজুরের বাসায় নাছির, সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন ফুল নিয়ে সাবেক মেয়র এম মনজুর আলমের সাথে দেখা করে বন্দরনগরীর উন্নয়নে তাঁর সহযোগিতা চেয়েছেন। এ সময় সাবেক মেয়রও সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
urgentPhoto
আজ রোববার বেলা ১১টার দিকে মেয়র আ জ ম নাছির উদ্দিন নগরীর সিটি গেট এলাকায় মনজুর আলমের বাসায় পৌঁছালে পরিবারের সদস্যরা তাঁকে স্বাগত জানান।
নাছির সাবেক মেয়রের হাতে ফুলের তোড়া তুলে দেন। কোলাকুলি শেষে দুজন দুজনকে মিষ্টিমুখ করান। প্রায় ঘণ্টাব্যাপী দুই নেতা আন্তরিক পরিবেশে কথা বলেন।
এ সময় মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘বন্দরনগরীর উন্নয়নে সাবেক মেয়র যাঁরা আছেন আমি তাঁদের পরামর্শ ও সহযোগিতা নেব। এ ছাড়া ক্ষেত্রবিশেষে যাঁরা বিশেষজ্ঞ আছেন, তাঁদেরও সহযোগিতা নেব।’
সাবেক মেয়র এম মনজুর আলম বলেন, ‘সিটি করপোরেশনের প্রয়োজনে যদি নাছির সাহেব মনে করেন আমার বিন্দুমাত্র সহযোগিতা প্রয়োজন, তাহলে আমার সাধ্যমতো আমি ওনাকে সার্বিক সহযোগিতা প্রদান করব।’
এ সময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য এম এ লতিফ, সংসদ সদস্য দিদারুল আলম ছাড়াও নগর আওয়ামী লীগের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।