কারাগারে হঠাৎ পড়ে গেলেন খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গাজীপুর কাশিমপুর কারাগারে হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ হয়েছেন। আজ রোববার ভোররাতে কাশিমপুর কারাগার-১ এ ঘটনা ঘটে।
কারাগারের জেলসুপার সুব্রত কুমার এনটিভি অনলাইনকে জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে অজু করার জন্য বাথরুমে যান ড. খন্দকার মোশাররফ। এ সময় হঠাৎ করেই তিনি বাথরুমে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করা হয়।
সকালে কারাগারের চিকিৎসক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকের বরাত দিয়ে জেলসুপার জানান, খন্দকার মোশাররফের অবস্থা তেমন গুরুতর কিছু নয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন বলে এনিটিভি অনলাইনকে তাঁর ছেলে খন্দকার মারুফ হোসেন।
গত বছর ৬ ফেব্রুয়ারি রমনা থানায় খন্দকার মোশাররফের বিরুদ্ধে অর্থপাচারের মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় গত বছর ১২ মার্চ গ্রেপ্তার করা হয় তাঁকে। এরপর থেকে জেলে আছেন তিনি। জেলে থাকা অবস্থায় অসুস্থও হয়ে পড়েন এ বিএনপি নেতা। গত বছর এপ্রিলে বুকে ব্যথাজনিত কারণে হাসপাতালে নেওয়া হয়েছিল তাঁকে।
গত রোববার বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যুর পর থেকে আতঙ্কের কথা জানিয়েছেন জেলহাজতে থাকা বিএনপি নেতা-কর্মীদের স্বজনরা।
কারাগারে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মোবিন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটের মেয়র আরিফুল হক, বিএনপির বিশেষ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদের মতো শীর্ষ পর্যায়ের নেতারা। তাঁদের কারোরই শারীরিক অবস্থা ভালো নয় বলে তাঁদের স্বজনরা জানিয়েছেন।