শাহজাদপুরে পবিত্র আশুরার শোক মিছিল
সিরাজগঞ্জের শাহজাদপুরে পবিত্র আশুরা উপলক্ষে আজ বুধবার শোক মিছিল বের করা হয়েছে।
বিকেল ৫টার দিকে শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া মখদুমিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোক মিছিলটি বের হয়ে শহরের আন্ধারকোঠাপাড়া, মনিরামপুর, রামবাড়ী, দারিয়াপুর বাজার, মনিরামপুর বাজার, চুনিয়াখালীপাড়া, পাঠানপাড়া হয়ে আবার মখদুমিয়া জামে মসজিদে এসে শেষ হয়।
শোক মিছিলে নেতৃত্ব দেন সাংবাদিক আল-আমিন হোসেন, শফিকুল ইসলাম ফারুক, মামুন রানা, মো. বাচ্চু খান, মো. ইমরুল খান, আবদুল মান্নান, কামরুল হাসান হিরক। মিছিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারী সবাই ‘হায় হোসেন, হায় হোসেন’ স্লোগান দেয়। মিছিল শেষে সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।