বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে পরিবারের ৩ সদস্যের মৃত্যু
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জয়মনির হাট ইউনিয়নের খাসিরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন খাসিরভিটা গ্রামের আজিজার রহমানের ছেলে ছাইফুর রহমান (২৫), তাঁর মা ছবিরণ বেগম (৪২) ও ছাইফুরের স্ত্রী মমতাজ বেগম (২০)।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, পাশের একটি বাড়ি থেকে পল্লীবিদ্যুতের সংযোগ দেওয়ার সময় প্রথমে ছাইফুর বিদ্যুৎস্পৃষ্ট হন। বৃষ্টির কারণে মাটিতে সেখানে পানি জমে ছিল। সংযোগ নেওয়ার সময় হাত থেকে তারটি পানিতে পড়ে যায়। এতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ছাইফুর।
ছাইফুরকে বাঁচাতে তাঁর মা ও স্ত্রী এগিয়ে এলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে এসে তিনজনের লাশ দেখতে পান। তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
অন্যদিকে, নাগেশ্বরী উপজেলার চামটারপাড় গ্রামে বৃষ্টির পানিতে পড়ে থাকা পল্লীবিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ফরিদ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাড়ির পাশের জমিতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ফরিদ। সে চামটারপাড় গ্রামের মকবুল হোসেনের ছেলে।