গাজীপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তিন সদস্যসহ আটজন আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার কড়িহাতা গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহতের নাম জাকির হোসেন শাকির (৪২)। তিনি কাপাসিয়া উপজেলার কড়িহাতা গ্রামের বাসিন্দা। নিহত জাকির স্থানীয় বাজারের চাল ব্যবসায়ী ছিলেন।
নিহত জাকিরের ছোট ভাই আব্দুল করিম রুবেল জানান, কাপাসিয়া উপজেলার কড়িহাতা গ্রামের কবির হোসেনের সঙ্গে বেশ কিছুদিন ধরে জমি নিয়ে প্রতিবেশী মুজিবুর রহমানের বিরোধ চলছিল। সম্প্রতি ওই জমিতে কবির হোসেন সীমানা প্রাচীর তুলেন। সোমবার দুপুর আড়াইটার দিকে মুজিবুর রহমান, পুলিশ ও অন্যান্যদের সঙ্গে নিয়ে ওই প্রাচীর ভেঙ্গে দিতে যান। এ সময় কবিরের লোকজন বাধা দিলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের একপর্যায়ে জাকির মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা জাকিরকে উদ্ধার করে স্থানীয় শীতলক্ষ্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় পুলিশ ও মুজিবুরের লোকজনের মারধরে জাকির নিহত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। খবর পেয়ে বিকেলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকার লোকজন তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে এবং পুলিশের কয়েক সদস্যকে মারধর করে। এ সময় তাঁরা পুলিশ বহনকারী একটি মাইক্রোবাসও ভাঙচুর করে। স্থানীয় বাসিন্দাদের হামলায় কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান উল্লাহ, উপপরিদর্শক (এসআই) মঞ্জুর দোহা ও কনস্টেবল বেলায়েত হোসেন এবং স্থানীয় কড়িহাতা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রাবেয়া খাতুন (৪৫), নাসিমা আক্তার (৩৫), সোহরাব হোসেনসহ (২৯) আটজন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান উল্লাহ জানান, ‘জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ স্থানীয় বাসিন্দাদের হামলার শিকার হয়। হামলায় আমি নিজেও আহত হয়েছি। একই সঙ্গে পুলিশের তিন সদস্য আহত হয়েছে।’ তিনি আরো জানান, ‘ঘটনার সময় এক ব্যক্তি মারা গেছেন। তিনি হৃদরোগী ছিলেন। পূর্ববিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।’